কার জন্যে আর সাজবো ওগো
আরশিতে মুখ দেখবো না ,
কাজল এঁকে নয়ন পাতায়
প্রেমের ভাষা লিখবো না !
পদ্মযুগল পায়ে যে আর
আলতা দিয়ে রাঙাবো না ,
নূপুর পায়ে ঝড় তুলে ঢেউ
রিনিঝিনি সুরে বাজব না !
বিন্যাস্ত চাঁচর কেশে
এ বেণী আর বাঁধব না ,
বেণীর মাঝে মালা গেঁথে
কনকচাঁপা গাঁথব না !
কার জন্যে সাজবে বাসর
ফুল ভাবে সে অভাগী…
প্রিয়তম আজ দূর প্রবাসে
সাজ সজ্জা তাই বিবাগী !
দুখের হাওয়ায় স্বপ্ন ওড়ে
অঙ্গে লাগে আগুন রাগ ,
মনের দুয়ার শূণ্য যে আজ
আঁচড় কাটে স্মৃতির দাগ !
মিছরি সম মিষ্টি জীবন
চলে গেছে সেই সকাল ,
নিম তেতো প্রাণ কেঁদেই চলে
এ অভাগীর পোড়া কপাল ।
যেথায় থাকো সুখে থাক
অটুট থাকুক মনের বল…
সর্বহারা দলে যে আজ
সঙ্গী আমার চোখের জল !