মেঘলা আকাশ ছাব্বিশে ডিসেম্বর
দুই হাজার উনিশ বৃহস্পতিবার
এক শতবাহাত্তর বছর পর
বলয় গ্রাস সূর্য গ্রহণ আবার
বিজ্ঞানীরা বলেন রিং অফ ফায়ার
ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশে
দেখা যাবে দক্ষিণ পূর্ব এশিয়ার
ঘিরে অগ্নিবলয় সূর্যের আশেপাশে।
পৃথিবী ও সূর্যের মাঝে আসে চাঁদ
শুধুমাত্র কেন্দ্রস্থল দেয় ঢেকে
সূর্যকে দেবে ঢেকে জাগে সাধ
বলয়গ্রাস সূর্য গ্রহণ বলে একে।
বিরল মহাজাগতিক এই দৃশ্য
চলবে আড়াই ঘন্টা ধরে
শেষ হবে কেন্দ্রীয় গ্রহণ অদৃশ্য
ছুঁয়ে ফিলিপাইন্স সাগরে।
যদিও এই গ্রহণ পূর্ণগ্রাস নয়
শতকের শেষ অগ্নিবলয় সূর্যগ্রহণ
অপেক্ষায় দেখবে আগুনের বলয়
বিশ্ববাসী চায় করতে অবলোকন।