বিরক্ত করো না আর –
কথাদের নিয়ে এত লোফালুফি
বাক্যবাণের ফলা গেঁথে বারবার ।
চব্বিশ ঘন্টায় করোটিতে
তুমুল আন্দোলন,
পাল্টাও তোমার চলনবলন।
বিরক্তি তোমার মধ্যে রস
পেয়েছে খুঁজে,
শান্ত ও শান্তির থেকে বহুদূরে
এই অশুভ শক্তি তোমায় নিয়ে
আছেন রাজবেশে।
বিরক্ত করো না আর
সামনেই আবিল পারাবার ।