দিনরাত বয়ে যাওয়া নদীর যতটা জলের উচ্ছ্বাস
তার অন্তত কিছুটা অবগাহন জানলে
নদী নিজেই জড়িয়ে যাবে জলের মায়াজালে
অদ্ভুত সম্মোহনে…
তখন নদীর মোহনায় ফিরে যাবার সব তৎপরতা
আপনা আপনি থেমে যাবে
আর জল নদীর ভাষায় কথা না বলে
কথা বলবে নিজের ভাষায় আজীবন
তখন আমারও নদী যাপন বদলে যেতে থাকবে
আমি জলের মতোই নদীতে ভেসে থাকবো সারাক্ষণ
আর ভাসতে ভাসতে একদিন আমিও নদী হয়ে যাবো
নদির জলে টলটল করতে থাকবে অবিকল
আমার মৃত মুখ
জলে ডুবে বিভোর যে নদী
তাকে অসম্ভব সোহাগে ছুঁয়ে দিয়ে মেঘ করে
উড়িয়ে দেবো আকাশে বাতাসের সাথে
শিস পাখির ডাকে জেগে উঠবে আমারও কলতান
এ’রকম কিছু কল্পিত দৃশ্যের ভেতর
আমি নিবিড় নির্জনতা ভেদ করে যাচ্ছি
ক্রমশঃ আরও গভীরে
অতিক্রম করে যাচ্ছি শব্দ ও শূন্যতার ঘনবদ্ধ মুহূর্ত ।