বীর সন্ন্যাসী বিবেকানন্দ আদর্শে অনুরাগে
মানবসেবার বাণীটি ছড়ালে মহান আত্মত্যাগে
সর্বগুণের আধার যে প্রিয় বিকশিত মনপ্রাণ
অধ্যবসায় জ্ঞান মেধা আর স্মৃতি অণুসন্ধান ।
কর্মই হোক ধর্ম সবার জীবনে চলার পথে,
উন্নয়নের উত্তরণের রজ্জুটি থাক হাতে।
দীন দরিদ্র আর্তের সেবা, স্ঁপেছিল মনপ্রাণ।
‘জীবের সেবাই শিবের সেবা’ মুক্তিপথ-নিদান ।
চেয়েছিলে তুমি মনে প্রাণে হোক নারীর উত্তরণ
নারীকে তাই দিয়েছিলে তার সুযোগ্য সম্মান।
নিবেদিতা ছিল সুদূর আকাশে উজ্জ্বল নীহারিকা ,
তোমার কৃপায় জ্বেলেছিল সেও জ্ঞান হোমাগ্নি শিখা।
বাঁচাতে সমাজ বাঁচাতে জীবন নারীর উত্তরণে
ভারত সেবায় নিয়োজিত সদা হয়েছিল মনেপ্রাণে।
যোগ্য শিষ্য অমোঘ শ্রদ্ধা দানিলে গুরুর মান,
বেলুড় মঠের অমর সৃষ্টি অকুণ্ঠ অবদান ।
এই তো ধর্ম, এই তো বিবেক, আদর্শে অনুরাগে।
বুকের ভেতর পরমানন্দে বিবেকানন্দ জাগে।