‘হোমো সেপিয়ান’, এক কোষ জীব হতে
প্রবর্তনের পথ ধরে, ক্রম পর্য্যায় বিভাজন-
এক হতে দুই, দুই হাতে চার, চার হতে আট
কোষ বিভাজন, কোটি, কোটি বার বিবর্তন মতে।
গুহার অন্ধকারে হামাগুড়ি দিয়ে আলোর পথে
দূর হতে দূরে-দিগন্তে, বিজ্ঞানের হাত ধরে অনন্তে।
জলের ধারাকে দিয়েছ বদলে, বায়ুকে মুষ্টিবদ্ধ,
মহি হৃৎ হতে তরল কি নিরেট শক্তি মানব হিত ব্রতে।
অনু-পরমাণু ছেদন, প্রলয়কারী বিস্ফোরণ
সূক্ষ জীবের কীর্তি-কলাপ নখের ডগায়!
সুদূর চন্দ্রমা, মঙ্গল গ্রহ-তারা’র হাতছানি
অতল অর্ণব তলদেশ স্বর্ণখনি-ভান্ডার উত্তরণ।
স্রষ্টার আরম্ভর, অভিনব অন্তিম শ্রেষ্ঠ সন্ধান
তবুও ক্ষনে ক্ষনে রেখে যাও উলঙ্গ কলঙ্ক,
নাম নিয়ে ‘তার’, খেলে রক্তের হোলি,
জাত-পাত, ধর্মের ঢাল যোগে কালকূট যোগান!