ভয়ে ভয়ে থাকা আর কতকাল!
দূরে দূরে থেকে হই নাজেহাল !
তুমি তুমি মন তোলে আলোড়ন!
ভয় কেটে আসবেই শুভ লগন ।
সাফ হবে দুশ্চিন্তা মন উচাটন,
থমকেছে সু-সময় আজ এমন!
আমি তুমি পাশে তবু দূরেতে,
নিয়মেই থাকা ভালো ঘরেতে।
মাস্কহীন চলাফেরা ভালো নয়,
পৃথিবীর তাই এতো রোগ ভয়।
কবে থেকে ছন্দে যে ফিরবো,
রোগহীন ঐক্য শৃঙ্খল গড়বো।
মুখে বলি আহামরি কতো কি!
বুঝে শুনে দেখি কারুর ক্ষত কি?
এভাবেই গা ভাসাই চেনা স্রোত,
চিন্তার বৃষ্টি ভেজে বিষন্ন ঠোঁট ।