সবুজ সতেজ পাতা , বৃক্ষ শাখা ‘ পরে,
দখিনা পবন সনে , যবে খেলা করে।
অপরূপ শোভা জাগে , তাহার হিন্দোলে,
যেনো ছোট শিশু দোলে,মায়েরই কোলে।
বসন্তের আগমনে , উদ্ভাসিল যাহা,
বরষা শরৎ শেষে, হিমেল হাওয়ায়।
জীবনের ধাপগুলি, পার করে শেষে,
বার্ধক্যের দ্বারপ্রান্তে, পশিয়াছে এসে।
তাই এবে সবুজতা , হয়েছে মলিন,
তারুণ্যের কোমলতা, ক্রমশ বিলীন।
বিবর্ণ তামাটে রঙে, শুষ্ক জীর্ণ রূপে,
ঝরে পড়ে ভূমি ‘ পরে, একে একে চুপে।
ধরণী মাতার ক্রোড়ে, কত শত প্রাণ,
বসন্তের পত্রসম , লয় কোলে স্থান।
জীবনের পর্যায় সব ,পার করে শেষে,
শীতরূপ বার্ধক্যে, পড়ে খসে খসে।
বসন্তের আগমনে ,নব নব পাতা,
পল্লবিত হয় পুন , সাজে বৃক্ষমাতা।
ধরণীর ক্রোড় হতে,চলে গেছে যারা,
নবরূপে নবপ্রানে , ফিরে আসে তারা।