জীর্ণ খড়ো ঘরের স্যাঁতসেঁতে মেঝেতে
ছেঁড়া মাদুরের ফুলশয্যা ।
দুটি উষ্ণ প্রাণের চারিটি স্বপ্নালু আঁখিতে
ক্ষয়িষ্ণু সমাজের পরিত্রাতা অজেয় একটি
প্রাণ সৃষ্টির পবিত্র উন্মাদনা ।
অন্তঃসত্ত্বা মায়ের ক্যালরি ভিটামিনের হিসেব দেওয়া
অভিজ্ঞ ডাক্তারের হুঁশিয়ারি কাগজটায়
আলকাতরার পোঁচ দিয়ে মেরামত হলো আঁতুড় ।
মঙ্গল শঙ্খনাদ ও উলুধ্বনির উল্লাসে
বাস্তবায়িত হলো একদিন ফুলশয্যার স্বপ্ন ।
সেদিন রোদে পোড়া চামড়ায় ছাওয়া পাঁজর ফুলিয়ে
নিকানো দাওয়ায় বসে সে ঘন ঘন হুঁকো টেনেছিল ।
অদৃষ্ট দেবতা অমোঘ লেখনী হাতে শুধু হেসেছিল ।
সভ্যতার নব কাপালিকের শানিত খড়্গাঘাতে
সমাজের বেদীতলে রক্ত-গোলাপ হয়ে একদিন
ঝরে পড়লো ফুলশয্যার স্বপ্নের সমাজ পরিত্রাতা !