বিপন্ন মানুষ, বিপন্ন মানবতা
বিপন্ন স্বদেশ আজ,
মানুষের বেশে, নরপশু ঘোরে
নেই যে তাদের লাজ।
মানুষ মেরে লাফায় কারা
মৃত সে দেহ পরে,
ঝান্ডার তলে,লুকায় মুখ,
কার সে সাধ্যি ধরে।
ভাঙে না ঘুম,জাগে না চিত্ত,
চলছে দানব নৃত্য,
বুদ্ধিজীবীরা পরজীবী আজ
শাসকের তারা ভৃত্য।
ন্যায় নীতি বোধ, হারিয়ে কোথায়
চলেছে অন্ধ-রাজ,
কপটতা,আর চতুরতা দিয়ে
চালায় সে ফন্দিবাজ!