আর পারিনা থাকতে কেন
মুঠোফোন ছাড়া,
মুঠোফোন বিনা মন যে
হয় পাগল পারা।
সকালে উঠে সবাইকে সুপ্রভাত
জানানো প্রথম কাজ,
তারপরেই ফেসবুক খুলে দেখা
গ্ৰুপে সাহিত্য কাব্যের সাজ।
ফাঁকে ফাঁকে খবর দেখা
কোথায় ঘটছে কি,
রেসিপির পাতায় চোখ বুলিয়ে
রকমারি রান্না শিখি।
কাটাই একাকিত্ব মুঠোফোনে
ভিডিও কল করে,
পরিজনের খবর নিই নিমেষে
দিবস রাত্রি ধরে।
হাটবাজার চিকিৎসা অনেক
ফোনেই সমাধান হয়,
একা ঘরে মুঠোফোনে
ব্যস্ততায় বেলা বয়।
বিশ্বদরবার হাতের মুঠোয়
মুঠোফোনের সুবাদে,
ভালোমন্দ সবই গ্ৰাহক
রুচি অনুযায়ী পায় অবাধে।