বিনম্র ঘাসের নম্রতায় ধরে আছো
এ মাটির সবুজ প্রতিভা ।
কিভাবে পৃথকে হলুদ হবো
সময়ের স্যাঁতসেঁতে ছায়ার ছোবলে !
স্মৃতির শেকড়ে জেগে কুলুকুলু জীবন জননী ,
কিভাবে ছাড়াবে স্রোত , আমি না ছাড়ালে !
তুমিই দিয়েছো শ্বাসে নাড়ির নীলিমা ,
নীলশুভ্র কপোত অন্তরে
বিমুগ্ধ শান্তির বিশুদ্ধ সততা ।
চারিদিকে ফুটে আছে
তোমারই বৃক্ষ- বীজে ফসলের ফুল ,
কিভাবে অদৃশ্য হবে
সব আমি সব দিকে দৃশ্য সাজালে !
কিছুই হয় না শুরু , তুমি না জাগালে
কিছুই হবে না শেষ , শুরু না ফুরালে ।
দিন নয় , যুগ নয় , শতাব্দীর মূলে
অপরাজিতার কুঁড়ি শত শত জাতক ফলাবে ।
জারিত জড়িয়ে আছি হাজারে হাজার
চতুর্দোলা কাঁধে যম কিভাবে জড়াবে !
জীবন অনেক বড় , প্রতি পলে বাড়ে
মৃত্যুর আয়ু কম , বহরে ও আড়ে ।
কোথাও যায় না কেউ , সকালে আবার
শোণিতে রেখেছি টান , শান্তি আধার ।