শিশির পড়ার শব্দ শুনেছো কখনো?
নিস্তব্ধ রাতদুপুরে অসমাপ্ত জোছনামত্তা আবেশ অনুভব করেছো?
একমাত্র সন্তানের আশায় দিন কাটায় জরাভবনের আবাসিক অতিবয়া।
কখনো অনুধাবন করেছো তার তীব্র বিধুরতা।
ধার বাকিতে কেনা লটারিতে প্রথম পুরস্কার লাগার যে ব্যাপক বিরম্বনা,
তার থেকে খারাপ আর কিইবা হতে পারে!
বাতাসের উপাদান যে প্রদীপ জ্বালায়, সেই বাতাসই প্রদীপ নেভায়
তাহলে বাতাস কি প্রদীপের শত্রু?