বিদ্যা!সেতো লুপ্তপ্রায় মূর্খ সাগরের স্রোতে,
প্রতিবাদী সেই শিক্ষার বচন মত্ত নষ্টামীর ব্রতে !
বিদ্যাসাগর ছিলেন বটে অপার জ্ঞানের অধিকারী,
আজ শুভ দিনে নাও প্রণাম 🙏হে শিক্ষার কান্ডারি !
যদি পারো ফিরে এসো এই নির্মম সমাজের বুকে,
প্রতি মুহূর্তে মিশছে ধুলোয় মরছে লজ্জায় ধুকে ধুকে!
বাঁশ বনে শিয়ালের ন্যায় সর্বত্র মূর্খ লোকের হাঁক-ডাক,
ফাঁকা কলসীর আওয়াজ ঢাকতে বাজছে দুগ্গার ঢাক!
বিদ্যার দেবীও আজ চিন্তায়,ঠাঁই নেই শিক্ষা প্রতিষ্ঠানে,
রাজপথ হতে প্রতি দ্বারে দ্বারে ছুটছে প্রাণপণে !
বাঙালি জাতির ধ্বংস স্তূপে যারা আজ উন্মাদ,
তারা তিল তিল করে শিক্ষার মান করছে বরবাদ !
ক্ষুধার্ত পেট, ক্লান্ত আঁখি ডাকছে তোমায় বারবার,
একটি বার এসো ফিরে আনো শিক্ষায় জোয়ার !
শিক্ষার পূজারী আমরা করি শুধু একটাই প্রার্থনা,
আজ শুভ দিনে ঘুচে যাক সকল মূর্খামির যাতনা !