পূর্বে মাইলের পর মাইল হেঁটে বিদ্যার্থী্রা গুরুকুল যেত
গাছের ফলমূল খেয়ে সেখানে থাকত
কখনো টোলে কখনো গাছতলায় চলত লেখাপড়া
যুগ পরিবর্তনে বিদ্যালয় হয়েছে গড়া
আসে বিদ্যামঠ তলে বিদ্যা অর্জনে শত শত শিক্ষার্থী
শিক্ষকের সঙ্গে হঠাৎ দেখা, চিনতে পারে কি প্রতিষ্ঠিত ছাত্র ছাত্রী