তোমার খোঁজে না কেউ আর সিন্ধুপারে
তুমি এখন জাঁকিয়ে আছ সবার ঘরে।
নেচে গেয়ে খেয়ে মন প্রাণ ভরে
রেখেছে তোমারে প্রিয়তম করে।
জন্ম তোমার জানি হায়দ্রাবাদে
এখন আরসালান আমিনিয়াতে
সবাই তোমায় খুশী মনে খোঁজে
সেজেগুজে আসে প্রীতিভোজে।
সাতের দশকে যে স্বাদে ছিলে তুমি
বর্তমানে রসনা গিয়েছে সে’স্বাদ ভুলে।
বাড়িয়ে রূপ রঙে গন্ধে জাফরানি
অতিথির আসনে তুমি বিরিয়ানি।
দূর হতে গন্ধ যে ভাসে বাতাসে
মাতোয়ারা হয়ে সকলে ভালবাসে।
আবেশ ছড়িয়ে সুবাসিত বিরিয়ানি
সে আর নয় দূর অচেনা বিদেশিনী।