শুনলে খবর অবাক হবে
পাবে সবার হাসি,
পণ করেছে চাচির বেড়াল
খাবে না আর বাসি।
চারদিকেতে অসুখ বিসুখ
সচেতন তাই সবে,
বেড়াল বলে তার বেলাতেই
বাসি কেন তবে?
পাড়ার মোড়ে ঘুরতে গিয়ে
খবর আসে কানে,
বাসি খাবার ছাড়ো সবাই
বাঁচতে হলে প্রাণে।
বাসি মাছ আর মাংস এনে
চাচি দিলো ধরে,
পুষি বলে,এসব খাবার
স্বাস্থ্য হানি করে।
শুনে চাচার আক্কেল গুড়ুম
বলিস কিরে পুষি!
চাচি আনতে মাছ ভাজাটি
পুষি ভীষন খুশি।