অনন্ত স্রোতের অভিমুখে ভেসে যাওয়া সহজ নয়
সাগরেরও আছে সহস্র বাঁক,
আছে সহস্র ঘূর্ণির উন্মথন—
তাই ,একজন সাঁতারুও পারে না জলে অকস্মাৎ ঝাঁপিয়ে পড়তে
আ-মগ্ন জীবন বৈঠা ছেড়ে—
লুপ্তপ্রায় মানচিত্রে যারা একসময় সঙ্গী ছিল
তারা আজও হানা দেয় শূন্য মনের প্রলুব্ধ বন্দরে,
চেতনার ঊর্ধ্বাকাশে বজ্রমুষ্টি ছুঁড়ে
কিছু হানিকর প্রতিশ্রুতি মৎস্যের ন্যায়
শৈবালের ঊর্ণাজালে জড়ায় কালের স্রোতে।
নিঃশ্বাসের অন্তিম সঞ্চয়
বন্দী থেকে যায় শতছিদ্র তরণীতে,
প্রতিমুহূর্তে বিজিগীষা জাগায় প্রাণে,
ঘটে চলে অন্তর্জলির ব্যর্থ বিড়ম্বনা।