জীবন টা ভারী অদ্ভুত তালে চলে।
যা ভেবে রেখেছি সেটা হয় নাকো
চলে আপনার তালে,
যেন কতো গোলমেলে।
কতো কি করার বাকী রয়ে গেছে
ভাবি আগে শেষ করি
আরও কোথা হতে বোঝা বেড়ে ওঠে
বসে পড়ে হাঁপ ছাড়ি।
ভেবে রাখি কতো এটা ওটা সেটা
কতো কি পাবার আবদার
পাওনা গণ্ডা বাকী পড়ে থাকে কতো
পণ্ড করে না জানি কোন অবতার।
দিন যায় রাত এসে উঁকি দেয়
ভাবি ভালো হবে ঘুমটা
হাজারো চিন্তা ঘুম কেড়ে নেয়
দেখি শুরু হয়ে যায় দিনটা।
দিনে যেই ভাবি কাজে দেবো ফাঁকি
নিজে ফাঁকি পড়ে যাই
কোন উপরওয়ালা মেরে রাখে তালা
দেখতে কিছুই না পাই ।
সত্তর পেরিয়ে এসে ভাবি বসে দিনশেষে
আত্মীয় বন্ধুদের যাবো বাড়ি
কতো কে স্বার্থপর কে কতো পরার্থপর
পরশ্রীকাতর দের কথা ভেবে মরি।
বেলা বেড়ে যায় শীতল হাওয়ায়
মনে ভাবি পূজা সারি
যার পূজা তরে এসেছি সংসারে
তারে বৃথা খুঁজে মরি।
হৃদয় দেবতা প্রাণে আছে সদা
বাহিরে কোথায় পাই
চরণ ধরিতে দিও গো আমারে
জীবন জুড়াতে চাই।।