ধনীর ঘরে খাদ্য প্রচুর
কতো খায় আর ফেলে
গরিব ধন্য পেলে
ধনীর কুকুর খায় মাংস ভাত
শিশু ক্ষুধায় জ্বলে
ভাগ্য মন্দ বলে।
ধনীরা সব বিদেশ ঘুরে
দামী জামা চড়ে
অহমিকা ভরে
পথশিশু অসহায় যে
ছেঁড়া কানি পরে
চোখে অশ্রু ঝরে।
এক সমাজের ভিন্ন ছবি
বিচিত্র যে লাগে
ব্যথা মনে জাগে
মানবতা জাগবে যেদিন
ঘুচবে বিভেদ নীতি
জাগবে সাম্য প্রীতি।