আমরা আসলে আসল মানুষ নই
আমাদের ভিতরকার সুপ্ত মানুষ যিনি তাঁরে খুঁজি কই?
কেউ দেয় গালি;
কেউ দেয় তালি;
কাকে কি যে বলি?
শিক্ষিত সমাজ গেছে গোল্লায়
বুদ্ধিজীবী আজ তন্ময়ী ভূমিকায়;
আসলে নকলে গোপনে সকলে করছে কোলাকুলি।
ভুলে ভরা পৃথিবীতে
ভুল করে করি শুধু সমৃদ্ধির খোঁজ,
মিছে মিছে করি তালাশ
অভিনয়ে জীবন খালাস
নিজের কাছেই নিজে বোঝা হই রোজ।
হাসিতে পরিহাস রাশি রাশি আজ
সোজা পথ বেঁকে যায়; সোজা কথা ভেঙে যায়
বিবেকের পলায়ন ঘটিতেছে অতি সহজেই আজ,
নাটকের ভাঁজে ভাঁজে
তারা বহুরূপী কেবল সাজে।
মেঘে ঢাকা ঐকতান বিবর্ণ ব্যাকরণ আঁকে বাতাসে
প্রগতির প্রহর আমায় ফকির বানায় ক্রমে ক্রমে
একদা প্রতিজ্ঞা করেছিনু মনে নাহি যেন যাই কভু থেমে
এখনো পাথরের গায়ে লেখা আছে গর্বের বাণী
এই মধু ছায়ায় রয়েছে যে মায়া
অধীর আগ্রহে ওঠে জাগি বিগ্রহেরও বাণী।