মনের আয়নায় ক্ষুদ্র ক্ষুদ্র
চাহিদারা আসে,
কত আশা আকাঙ্খারা
রামধনুতে ভাসে।
আলেয়ারের দিকে খোঁজো
মহা বিপদ আছে ,
তিতলিরা উড়ে বেড়ায়
একদম চোখের কাছে।
কত কিছুর বাসনা যে
ক্ষুদ্র মনে গুপ্ত ,
হারিয়েছি একেক করে
সব মনেতে সুপ্ত।
দিনের শেষে বলে ফেলি
বোকা হয়তো আমি,
দূর গগনের নীহারিকা
দিচ্ছে শুধু হামি।
এখন আমি ব্যস্ত ভীষণ
নানা ব্যাধি নিয়ে,
চারিদিকে সানাই বাজছে
মনে হচ্ছে বিয়ে।
যাবার বেলায় অচেনা সব
চোখেতে ঘোর লাগে,
ফাগুন বেলায় মন বিহঙ্গ
রক্তাক্ত যে ফাগে।