মন কুঠুরিতে ইন্দিবর ,কোকনদ,পুন্ডরীফ প্রস্ফুটিত,
চেতনায় মৃণালের খিলখিল হাসি,
হৃদি কথা উজান বেয়ে চলে,
পাঁকে দেখি কত পঙ্কজ।
ঘোর কাটতেই শতদলের পাপড়ি কনিনীকায় নাচানাচি,
জ্ঞান ফিরতেই ডাক্তার পদ্মনাভ বললেন–
মনযন্ত্র পেসমেকার দিয়ে এবার ছুটবে!
মন কুঠুরিতে ইন্দিবর ,কোকনদ,পুন্ডরীফ প্রস্ফুটিত,
চেতনায় মৃণালের খিলখিল হাসি,
হৃদি কথা উজান বেয়ে চলে,
পাঁকে দেখি কত পঙ্কজ।
ঘোর কাটতেই শতদলের পাপড়ি কনিনীকায় নাচানাচি,
জ্ঞান ফিরতেই ডাক্তার পদ্মনাভ বললেন–
মনযন্ত্র পেসমেকার দিয়ে এবার ছুটবে!