ঝড় এসেছে রেমাল নামে বিকম্পিত ধরা,
ভীষণ বেগে ছুটছে ধেয়ে করছে গর্জন কড়া।
ফেলছে উপাড়ি তরু কত বেজায় দাপটে,
উথাল পাথাল সাগর ঢেউ আছড়ে পড়ে তটে।
স্তব্ধ গম্ভীর কাদম্বিনী দেখি আকাশ জুড়ে,
সৌদামিনীর গমক শুনি বিষম বিকট সুরে।
ধ্বংস লীলায় মত্ততা তার প্রকৃতির মাঝ,
যেন কোনো দৈত্যের বুঝি চলছে তান্ডব রাজ।
নীড় হারা পক্ষীকুল সবে আশ্রয়ের তরে,
পাকা বাড়ির কার্নিশ তলে চুপে বাস করে।
জলে করে থৈ থৈ যত খাল বিল মাঠ,
বিষম দুর্যোগ কারণে বন্ধ ফেরি ঘাট।
ধরা মাঝে বিপর্যয় যখন আসে,
গরিবের বুক দুরুদুরু, কাঁপে যে ত্রাসে।
ঘরবাড়ি পোষ্য নিয়ে কি হবে উপায়,
বিধ্বংসী ঝড়ের রাত ভয়ে নির্ঘুম কাটায়।