লোকে বলে শাক দিয়ে মাছ ঢাকা যায় না
সত্যিই তাই, শাক দিয়ে মাছ ঢাকা যায় না
ঠিক এদিক না ওদিক দিয়ে দেখা যাবে
অথচ কি অদ্ভুত ব্যাপার — মুখের মিষ্টি হাসি দিয়ে
চোখের জল কত সহজে ঢাকা যায়
কো-নো ফাঁক দিয়ে দিয়ে দেখা যায় না
শত চেষ্টা করেও দেখা যাবে না!
কারণ এটা দেখতে গেলে যে চোখই যথেষ্ট নয়!
আমরা সারাদিন কত কিছুই তো দেখি
কখনো কি ভেবে দেখেছি —
যা দেখছি সেটা কতটা সত্যি!
না, ভাবি না, ভাববার সময় নেই আমাদের
রূপার গহনায় যেমন সোনালী আস্তরণ চড়িয়ে
আমরা সেটাকে সোনার সমতুল্য করার চেষ্টা করি
ঠিক তেমনই আমরা প্রতিনিয়ত আমাদের
ম্যাড়মেড়ে জীবনে ঝলমলে আস্তরণ চড়িয়ে
ঘুরে বেড়ায়।
আর এই ঝলমলের ঝলকানিতে গুমরে মরে
চোখের জল।
সে বেরিয়ে আসতে চায়, আর আমরা তাকে
কিছুতেই বেরোতে দিতে চাই না
মনের প্রচন্ড শক্তি দিয়ে আটকে রাখি,
শক্তি ক্ষয় হয়, দুর্বল হয়ে পড়ি
আর তখনই একাকীত্বকে সঙ্গী করে
চোখের জলকে আপন করে কাছে টেনে নিই।।
অসাধারণ লেখনী সুপ্রিয় কবি, এক কথায় অনবদ্য কবিতা সুধী, কবিতা পাঠ করে মুগ্ধ, শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা নিরন্তর সুপ্রিয় কবি ✍️✍️✍️???