ইত্যবসরে জমিটাতে ধন-ধান্যে-পুষ্পে ভরতে গিয়ে
বেজায় পাহাড়-প্রমাণ প্রত্যাঘাত তার অনুমানে ছিল না কখনো,
অন্তত: একটা রাজকীয় স্বপ্ন-বিলাসের সার্থক রূপায়ণ
দেখতে পেল না এখনো,
তথাপি মূল্যবান প্রয়াসের সামান্যতম বিশ্রাম নেই
লক্ষ্যটাকে রেখেছে বিশেষ অতিথি আপ্যায়ণে,
একদিন স্বপ্ন-সার্থক দিন বাস্তবের জলাভূমিতে
নিশ্চিত পাকা ইমারতের সন্ধান দেবে,
সাত রাজার ধন এই মাণিক বুক থেকে খসতে খসতে খসতে
আবারও সটান আবহমানের স্রোতস্বিনী।
অভাব-তাড়িত পাষন্ড ছবিখানা যতবার দূরে ঠেলে,
নিজেকে নিজের ঊর্ধে তুলে পুরুষাকারও
বিজয়-নিশান ওড়াল কতবার!
কিন্তু দু-পা এগিয়ে তিন পা পেছনোর রহস্য
তার নাগালের বাইরে এতদিন!
নিরেট স্বপ্ন-জালে মাকড়সার মতন মধ্যমণি হয়েই
তরতরিয়ে এগোয় আরও গভীর রোমাঞ্চের দিকে,
বাস্তব-ঝুলিটা ভরল না বিন্দুমাত্র।