বইছে বাতাস ফুলেল ফাগুন
রঙের মেলায় অভিমান
বাসন্তী রং মাতাল বাতাস
সিঁথির আবীর সম্মতি দান।
রঙের শোভা মনোলোভা
কার হৃদয়ে মারলো বাণ
কোন সে প্রিয়া অবুঝ হিয়া
কটাক্ষে কার পুড়লো প্রাণ।
আবীর মাখা মুখের শোভা
পঞ্চম সুর কোকিল গান
শুনি ও কার পদধ্বনি অবাক মানি
দশ দিকেতে কি আহ্বান।
কাঁপন ধরায় শিরায় শিরায়
অবাক মানি থমকে জান
যত্নে সাজাই কাজল লাগাই
কটাক্ষ বাণ তীর সমান।
ভরদুপুরে অবাক করে
ঘুঘু পাখি গাইছে গান
মন আনচান কিসের নিদান
মন পবনের নাও ভাসান।
আয় বসন্ত আয় রে ঘরে
মাঘ ফাগুনের হাতটা ধরে
দোয়েল কোয়েল পাখির সুরে
ডাকছে প্রিয়া আকুল প্রাণ।।