ফাল্গুনী রঙের ধারায়
ছেয়ে আছে গগন,
মেতেছে দিক
আবিরে মত্ত আজ দিগন্তর ।
নৃত্যরত ফাগুন খেলায়
মননে জাগি নব যৌবন,
কোকিলের সুরে সুর বেঁধেছে তান
এই বসন্ত সমীরণ ।।
নীলিমার নীল
আজি নিয়েছে অবসর,
সাত রঙা দিয়েছে ধরা
উদাসী শুভ্র মেঘপিঞ্জর ।।
হৃদপত্র আছে মেলে
শত ধূসর ক্লেশ ধুয়ে,
পলাশীর আগুনে বিহ্বলিত নরনারী
ঋতুপতির রঙিন চরণ ছুঁয়ে ।।