এখানে রাত জাগে রাই
সত্য না অলীক, না জানা
শ্যাম দিনে সেথা দিনমজুর
হতে পারে—- নাই ঠিকানা।
এখানে পাখি চোখ মেলে চায়
উচ্ছ্বাসে নভোপূব ঊষাকালে
কলতানে বিরাম খোঁজে সেথা
পশ্চিমাম্বর খয়েরি লালে।
এখানেও বৃষ্টি নামে ঝিরঝিরে
স্ফটিক স্বচ্ছ কলরবে
ওখানেও বাদল জল ঢালে
মাদল মাতাল সুর রবে।
অবিচল শিশুভানু আঁক কষে
একইরূপ কিরণে কলম
অকারণ হিসাব সময় ব্যর্থ করে
এ জগতে মধুহীন দম।