দাবানলে জ্বলে গেছে
শত শত তরু
চারিদিকে দৃষ্টি দিলে
মনে হবে মরু।
পাতাগুলো জ্বলে গেছে
বাসা গেছে পুড়ে
দুটি বায়স বসে আছে
পিছন দিকে ঘুরে।
পাতাগুলো পুড়ে গেছে
ডালপালা সব কালো
রবির তপ্ত কিরণেতে
ঝলমল করে আলো।
বায়সের যে বাসাটা নেই
এদিক ওদিক ওড়ে
গর্ভবতী বায়স যে তার
চিন্তা করে মরে।
কোকিল ছটফট করে শুধু
কোথায় কাকের বাসা!
বাবুই পাখির বাসাটাও নেই
দেখতে ছিল খাসা।