আজ আর”যত্র জীব তত্র শিব নয়”
চৌকিদারের বিশেষ নজর দারিতে
যত্র-তত্র শিবলিঙ্গ পাওয়া যায়!
আহা!বাবার কী মহিমা!
লিঙ্গ আছে মন্দিরে মন্দিরে,
আছে মসজিদে মসজিদে,
মিলতে পারে গীর্জাতেও।
ধর্মের আফিম খেয়েছেন যারা
নতুবা বাবার-প্রসাদ-সেবনে
বসে জাগায় শিবলিঙ্গ কেন,
বিশ্বরূপও দর্শন করা যায়।
বাবার প্রসাদের এক টানেতে
সব মুশকিল আসান,
একটানেতে যেমন তেমন,
দু-টানেতেই,–রাজা-উজির-প্রজা
সবারচোখের সামনে
ঘুরপাক খাবে—–
যাহাই মন্দির,তাহাই মসজিদ,
যাহাই গীর্জা,তাহাই মন্দির!
চোখের সামনেই প্রত্যক্ষ করবেন
রাজমহিমা,শ্রুত হবে সুমধুর বাণী!
রাজার বাণী মানে ঈশ্বরের বাণী,
রাজাই ঈশ্বর, ঈশ্বরই রাজা,
এযুগের চৌকিদার-অবতার!