বাবা একটা ছাদ,
মা একটা আড়াল।
পৃথিবীটা একটা নিষ্ঠুর সত্য , জীবনটায় যেন ঝড়-ঝঞ্জায় কাবু হতে না দেয়
তাই একটা হাত ছাদ হয়ে আর একটা হাত আড়াল হয়ে ঘিরে থাকে আমাদের। আমাদের কান্না
তাদের কাছে মণিমুক্ত, আমাদের হাসি
যেন হীরের খনি,
আমরা যে তাদের
নয়নের মনি,বাবা একটা ছাদ, মা একটা আড়াল,
যাতে ভালোবাসা মাখামাখি থাকে।
