সেই নীলআকাশ
পাখিদের ধানমাঠ
রোদআলনা শূন্যেই ঝুলে থাকে
তার প্রাচীন পুরাতন হওয়ার ভয় নেই
ঠিকানা হারানোর ভয়
সময় লিখছে হিজিবিজি
আমি জামার হাত ধরে নদী
সিঁড়ি বেয়ে উঠছি উপরে
নিচে নামা যাবে না কখনো
রাতকানে শুনি ঢেউ ভাঙার শব্দ
লিখতে পারছি কিছুই
না লিখতেও
বাতাস আমার অনুবাদের কলম
সময়আয়নায় ঝুলে আছে
অনিচ্ছুক কঙ্কাল
চেনায় আগুন,আগুনের পরিবার
জামাদের নিঃশ্বাস মাখি
মাখি পোষকের কাজল
ভালোবাসা প্রেম
অশ্রুর মত হৃদয়ের পথ পিচ্ছিল করে
আমার রোদ রোদ মনখারাপ হলেই
চাঁদ হয়ে ওঠে শ্রোতা
আমি জামাদের গ্রামে এসে দাড়ায়
আমি আনলার কাছে দাড়ায়
জামাদের ধুলোবালি মাখি
কান্নাভেজা চোখের মালা বানায়
বাঁচতে চাই
হাটতে চাই
ঈশ্বরের আঙ্গুল ধরে