আষাঢ় মাসের বাদলা দিনে
মনটা কেমন নাচে রে,
উঠোন,নালা জলে ভাসে
ঝরছে শুধুই বৃষ্টিরে।
টাপুর টুপুর ছন্দ তুলে
বৃষ্টি ধারা পড়ছে রে,
দ্যাখনা সবাই বড়শি নিয়ে
নালাতে মাছ ধরছে রে।
খাতার পাতা ছিঁড়ে ছিঁড়ে
নৌকো চলনা ভাসাই রে,
তরতরিয়ে চলবে যখন
কেমন মজা হবে রে।
বাদলা দিনে রান্নাঘরে
খিচুড়ি মা রাঁধছে রে,
ইলিশ ভাজার গন্ধে যে আজ
প্রাণটা আকুল হচ্ছে রে।