বাতাসে কার ডাক?
কে যেন ডেকে যায়
কোথায়? কোথায়?
চেয়ে দেখ জানালায় নীল
খোলা আকাশ,মেঝেয় রোদের
লুটোপুটি –যাবে নাকি বেড়াতে
সুনীল আকাশে কখনওই না ফিরে —
তারাদের ছুঁয়ে ছুঁয়ে,ঘুরে ঘুরে মহাবিশ্বের
আনাচে কানাচে।
ওহে, কত লোক ফিরে গেছে আমার
দোর থেকে, তুমি কে হে?
যাওয়ার জন্যই ত আসা, তবু সময়
হয়েছে কি না ভেবে দেখি।
তার চেয়ে এই ভাল –এ ভাঙা ঘরে
প্রিয় অন্ধকার, সকালের রান্না করা
ভাত সাদা শিউলীর মত, শরীরে শরীরের ওম
এ ভাবেই বেঁচে থাকতে হয়।