দেখে যত সুন্দর মনে হয়েছিল
কথাতে ততটাই বিষাক্ত মনে হয়েছিল
কোন মানুষের বাচ্চা এরকম হয়না
আমার মনে হয় ও একটা আস্ত শুয়োরের বাচ্চা
শুয়োর না হলে—-
মানুষের সাথে এরকম অভব্য আচরণ করেনা।
রাস্তাঘাটে নিরীহ মানুষকে জুতো দিয়ে মারতে চায়
বাঘের মত কামড়াতে আসে ছুটে ছুটে
মনুষ্যত্বের বিন্দু মাত্র চিহ্ন নেই ওর মধ্যে
ও মনুষ্যত্ব নিয়ে জন্মায়নি।
সেই কারণেই তো ও অমন মানুষ
কি বিচ্ছিরি…..!
কি নোংরা……!
কি বজ্জাত মহিলা রে বাবা………!
সকলের সাথে দিনরাত ঝগড়া করে
সকলের সাথেই হয় বাগ্বিতন্ডা।