বাকি পথ জমে থাক কালের চুম্বকে ।
এখন মন্থর মনে মাথুর শিশিরে মজে আছি ।
চাঁদের কপালে টিপ , কাজলে আঙুললতা ,
হাঁটি হাঁটি পায়ের বিস্ময় ছেড়ে
পড়ে আছি নয়নের মনি , মা
কতো কাল হলো !
জীবনমনের কথা কার কাছে জমা দিলে
শ্বাসঋন শোধ হবে , মা ?
যেটুকু পেয়েছি স্বাদ বিষাদের আনন্দের দানে
খুব কী যথেষ্ট নয় !
তবু কেন খুঁজি তার মানে !
যেসব দৃষ্টিমায়া ঘিরে আছে অংশত
অতীতের বন , কেড়ে নেয় যদি কোনও
স্মৃতিভুক আঁধারের হাত ,
হিম হিম মেঘজন্ম টেনে নেয় বৃষ্টির বীজ
নগ্ন নিঃস্ব হবো তোমার সন্তান ।
বলো যত শনিচোরে ফিরে যেতে , মা ।
কালের নক্ষত্র পুরুষ চোখ খোঁজে বারবার ।
মাঝামাঝি চুঁয়ে চুঁয়ে ছুঁয়ে আছি স্মৃতির সৈকত
বাকি বাঁকে এখনই যাবো না , থেকো মা ।