অভিজ্ঞতার বাই-ফোকাল
কালের অতিবাহন অম্লমধুর
জীবনের ছায়াকল্প আঁকতে
হেঁটে যাওয়া পাকদণ্ডী পথে
এক জাদুকরের হাত ধরে।
বেহিসেবী ভাল লাগা বসন্তবিহার
মাটির সোঁদা গন্ধ, পাহাড়ি রূপকথা
ঝর্ণা হয়ে ঝরে পড়া পাথরে বুকে
মুখরতাকে আড়াল করে মৌনী ভালোবাসা
নিঃসঙ্গতার হাত ধরে বহুদূর চলা
মন যেতে চায় দিগন্তরেখার প্রান্তে
বসন্তবাহার শুনি শুকতারার সাথে।