সাগরের সাথে করে দিনু আড়ি
চলে এনু ফিরে বাংলার বাড়ি,
যেথা ফুল ভারে নত শাখার নাচন
শোভা দেখে মন করে আনচান।
এত খিদে ছিল আঁখিতে কি মোর?
পিয়াসী মনে যে বাজিছে নুপূর।
সুপারীর গাছে বাবুইয়ের বাসা
শিল্পী ও বলে, বাবুইকে খাসা।
মধূপের ঝাঁক মধু খায় ফুলে
গরবী করবী ঢলে পড়ে ছলে।
প্রেমে ঢলঢল, হেসে কল কল
সুধায় ভাসায় এ ধরণী তল।
নামে কবি আমি, ভাসি কথাহীন সাগরে
কি ভাবে ভরিব ভাষার বাহারে।
বারি ঝিম ঝিম, পাতা রিন রিন
দুয়ারেতে বসে, শুধু পেতেছি মন।