বৃদ্ধাবস্থায় কঠিন রোদে
বসে পথের পরে,
গোটা কতক পেয়ারা নিয়ে
আছে বিক্রি তরে।
জীবন যুদ্ধের এমন ছবি
এখন সমাজ জুড়ে,
বয়স কালে পিতা মাতা
বোঝা নিজ পুরে।
ছেলে মেয়ে বড় হয়ে
যে যার মত থাকে,
মাতা পিতার খবর তারা
তেমন খুব না রাখে।
বাঁচার তাগিদে এসব করেই
কষ্টে যাপন করা,
অতীত স্মৃতি আসলে মনে
অশ্রু দু’চোখ ভরা।