যদি জানতে চাও আমি কি চাই
তবে বলি ভেঙেচুরে গড়তে চাই
দম বন্ধ করা দেওয়ালের সারি
গায়ের উপর অসহ্য সব বাড়ি
সর্বস্তরে হাহাকারে বিদীর্ণ আকাশ
দূষণের অহংকারে দূষিত বাতাস।
যদি ভয় পাও কাঁপে যদি পাদুখানি
দূরে থাকুক নান্দিমুখ, যত আত্মগ্লানি –
জীবনধর্মী শ্লোকে, থেকো প্রতিবাদে অবিচল
আর কতদিন নীরবতা, অন্যায়ে স্থবির নিশ্চল ?
জিনের কারিকুড়িতেও অদৃশ্যে আঙ্গুলি হেলন
লাভ – ক্ষতির পরীক্ষায় অবাঞ্ছিত মিলন
প্রতিশ্রুতির বিশ্বাসে সহস্র মিথ্যার প্রতিফলন
মনের পরমাণু বিস্ফোরণ আজ সত্যের স্খলন
এতো ভাড়ারের মজুদ মাল ছিনবো এ দুইহাতে
কালোবাজারে লাগাবো আগুন বাঁচবো সংঘাতে।