কেউ এসেছিল ?
কে এসেছিল ?
কাছে দূরে যদিও এখন কেউ কোথাও নেই
তবুও তো কেউ না কেউ এসেছিল !
এসেছিল বলেই কড়া নাড়ার শব্দ ছড়িয়ে পড়েছিল দরজায়
হয়তো সাড়া দেবার ছিল না কেউ তখন
হাওয়ায় হাওয়ায় উঠোনের আনাচে কানাচে সেই শব্দ
ঘুরপাক খেতে খেতে এক বুক ক্লান্তি মেখে
উড়ে গেছে বাড়ির এই ত্রিসীমানা ছেড়ে হাওয়ায়
এই সব কিছুই ঘটে যায় মনের অজান্তে
তবুও সবটুকু মুহূর্ত নিয়ে ছবি এঁকে এঁকে
এক একটি দৃশ্য সাজাই আর
মনে মনে একটু আধটুকু হা-হুতাশ করি
তারপর ফিরে তাকাই আবার সেই দরজার দিকে
ভাবি,এরপর কখনও কেউ আবার আসে
দরজার কপাটে কড়া নাড়ার শব্দের সঙ্গে
আঙুলের স্পর্শ মিলিয়ে দেখে নেবো
বুকে দরজায় কে কতটা আঁচড় কাটতে পেরেছে
আর দেখা না পেয়ে পেয়ে হা-পিত্যেশ করে আছে
কে কতদিন,কতকাল!
তারপর ছুটে গিয়ে দাঁড়াবো নদীর এমন বাঁকে
যেখানে দহনে দহনে অনন্ত সোহাগে
জড়িয়ে ধরে তাকে এই মন অপেক্ষায় থাকে
নতুন নতুন স্বপ্ন নিয়ে দু’চোখে ।