থাকে যারা বস্তিতে
ক্যামনে রবে স্বস্তিতে
অভাব দুখে কাটে জীবন তার।
একচিলতে সুখ পেলে পরে
মন খুশিতে উঠে ভরে
ঘুচে ব্যথার ভার।
টাকা পয়সা নাহিরে
প্রভু কৃপা চাহিরে
শ্রমের কাজে মগ্ন সদা রয়।
মনে ভাবে সুদিন এলে
দুঃখ গুলো পিছে ঠেলে
আনবে সুখের জয়।
পূর্ণ করতে বাসনা
দিনে রাতে সাধনা
রবের আশিষ যদি শিরে পায়
আঁধার শেষে আলো ভাসে
দুখের পরে সুখটা আসে
স্বস্তিতে দিন যায়।