এসেছে বসন্ত দ্বারে রঙের বাহার
ডালে ডালে ছেয়ে যায় পলাশ শিমুল,
রঙে রঙে রঙ মশাল দিগন্ত ছাপায়
আগুনে আগুনে সাজে প্রকৃতি অতুল।
রঙের জোয়ারে ভাসা দূর অজানায়
হারিয়ে যাওয়ার নেশা মৌ পিয়াসে,
শাল পিয়ালের দেশে সাঁওতালি গায়
গানে গানে বসন্ত রঙের বিলাসে।
সীমাহীন ভালোবাসা হাতছানি দেয়
দুঃখ কষ্ট যায় চলে ঝরাপাতা সনে,
নতুন সপ্নরা আসে হৃদয় কুলায়
মদালসা ভাব ছায় পলাশের বনে।
রঙে রঙে মিশে যাওয়া একে অপরের
আঙুলে আঙুল ছোঁয়া প্রেম শিহরণ,
হৃদি কন্দরে রাজে ফাগুন আগুন
অকারণ খুশি আনে উদ্বেলিত মন।
কলিতে কলিতে ভ্রমর পরিমলে মাতে
কিশলয় সুখে হাসে বিকশিত হয়ে,
কোকিলের কুহু তান চরাচর জুড়ে,
বহে প্রেম সমীরণ ফাগ রাগ লয়ে।