বসন্ত এলেই রক্তের স্বাদ বড় তীব্র হয়!
চূড়ান্ত অপমৃত্যু ঘটে সম্ভাবনাময় নিকট ভবিষ্যতের-
আকাশের গায়ে কারা যেন লাল লাল পলাশের মতো রক্ত ছড়ায়!
হাওয়ায় ভাসে জবরদস্ত বারুদের গন্ধ;
সবাই যেন কেমন অর্থপূর্ণভাবে উত্তেজিত বসন্তের চমকে
বিরক্ত ক্রুদ্ধ মানুষগুলো ব্যস্তভাবে এদিক ওদিক ছুটোছুটি করে!
শেকড়-বাকড়ে জড়িয়ে যায় পাষণ্ডের আক্রোশ।
বসন্ত এলেই আতংকে চিৎকার করে বলতে ইচ্ছে করে-
আমার পাশ দিয়ে যেন কেউ না যায়, যেন কেউ না ছোঁয় আমাকে,
সবার অলক্ষ্যে বেহুঁশের মতো পড়ে থাকব আড়ালে,
নয়তো,
খুব সাবধানে চুপ করে পোষা জন্তুর মতো গুটিয়ে রাখব নিজেকে
কম জানলে ঘুম জমে!
ভুরু কুঁচকে বেশ সহজভাবে জীবনকে চালিয়ে নিতে পারব।
বসন্ত এলেই ঘটনাচক্রে সব শক্তি যেন পায়ের তলায় গুঁড়িয়ে যায়;
সব শয়তান বুকের উপর দিয়ে হেঁটে যায় কবরের পথে,
আমের মুকুলের ঘ্রাণে ক্লান্ত চোখ জ্বালা করে!
সত্যি সত্যি কান্না আসে। খুব দুঃখের কান্না।
তবুও, বসন্ত তুমি এসো বারে বারে ফাগের রঙে মিশে…