নিদাঘ দহন শেষে বরষার ক্ষণে,
বৃষ্টি মেয়ে উল্লাসেতে অঝোর ধারায় ;
শীতলতা দেয় ঢেলে সুধা সম ছায়,
ঝিরিঝিরি পশরাতে সুখী লোক জনে,
বৃষ্টির পরশে খুশি জাগে চাষি মনে;
বীজ রোপণে ফসল হবে ভালো তায়;
হরষিত হৃদে চাষে কৃষকেরা ধায়,
ফসলে সজ্জিত মাঠ ঘর ভরে ধনে।
কুসুম বিতান সিক্ত বৃষ্টিধারা পেয়ে,
ঘ্রাণেতে মাতায় সবে কদম্ব কেতকী;
অলিকুল গুঞ্জরিয়া ব্যস্ত মধু পানে,
দিগন্তের বক্ষ বেয়ে আসে ঝাঁকে ধেয়ে,
আকাশেতে কাদম্বিনী ছেয়ে আছে সেকি!
বরষার রিমিঝিমি প্রাণে সুর আনে।