শ্রাবণেতে ঝরো নাই এলে জলাত্যয়ে,
এ কেমন ছলনায় দিলে মেঘে ছেয়ে!
সারাদিন ঝরো ঝরো শুধু ধারাপাত,
ঝড়ের দাপট সনে তীব্র বজ্রপাত।
শরতের পুজো গন্ধ খুশি ভরা আলো,
তার মাঝে বৃষ্টিপাত লাগে না যে ভালো।
যাও ফিরে বর্ষারানী যাও নিজ দেশে,
আগমনী বার্তা ভাসে মধুর বাতাসে।
কাদম্বিনী কেন বলো ঘুরছো গগনে,
বিষন্ন বিবশ লাগে মন ক্ষণে ক্ষণে।
আসবে শারদলক্ষ্মী শুভ্র মেঘ রথে,
কেন ছাও কালো মেঘে তাঁর নীল পথে।
মাঠে মাঠে দোলা দেবে কাশের চামর,
খেলবে বাতাস কচি ধানের উপর।
নীল আকাশে ভাসবে সাদা মেঘ দল,
দীঘির জলে ফুটবে কত শতদল।
উষা কালে শেফালিকা মুক্তোর মতন,
মাটির উপরে ঝরে রবে সারাক্ষণ।
তাই বলি কাদম্বিনী যাও চলে দূরে,
ভুবন আনন্দে রবে পুজো গন্ধ সুরে।