নিকষকালো রাতের অন্ধকার কাটিয়ে
অতন্দ্র কুয়াশার অবগুণ্ঠন সরিয়ে
নব সৃষ্টির উল্লাসে জন্ম হয় এক সদ্যজাত ভোরের,,,
অনন্ত সম্ভাবনার সূর্যকে দুই চোখে রাঙিয়ে
এক আকাশ ইচ্ছাকে অনিত্য বক্ষে সাজিয়ে
আতসবাজির শব্দ, শঙ্খনাদে বরণ হয় এক নতুন বছরের।
পড়ন্ত গোধূলির শেষ দিগন্তরেখায় শাশ্বত ভাবনা যত
সমাপ্তির মাঝেই নব শুভারম্ভের সূচনায় হয় বিগলিত,
বিদায়ের স্বগতোক্তি নিবিষ্ট পূর্ণ-জাগ্রত সভ্যতার ক্রোড়,,,
বর্ণিল সাজসজ্জা-অলংকার রূপের বাহার ছেড়ে
মহাকালের আহবানে আবর্তিত পৃথিবীর রথে চড়ে
নতুনত্বের আস্বাদনে নবীন আলোয় স্নাত ধরণীর অন্তর।