চোর চেনা যায়, চেনা যায় না
ভাই, বর্ণচোরাদের,
দিনে এক রঙ, রাতে আর এক,
চেনে কে ওদের!
বৃক্ষ শাখে বর্ণচোরা,
চেনা যেতে পারে,
জনারণ্যে বর্ণ চোরা,
কজন চেনে তারে?
যখন তখন বদলায় রঙ,
বদলায় তার কথা,
মিত্র কখন শত্রু যে হয়,
দেখে ঘোরে মাথা।
গিরগিটির চেয়ে দ্রুত
রঙ বদলাতে পারে,
কালকে সবুজ, আজ গেরুয়া,
কে কার ধার ধারে!
স্বার্থ আর অর্থের লোভে
রঙের বদল ঘটে,
কাল যে ছিল ফকির ভাই ,
আজ সে রাজা বটে!
বর্ণচোরা কোথায় যে নেই,
আছে যে সব খানে,
কথায়-লেখায়, আছে খেলায়
নেই যে কোন্ খানে।
অন্যের লেখার রং বদলে সে
নিজের বলে ছাপে,
বর্ণচোরা যে বড় কবি,
নামে ভুবন কাঁপে।
আজ এক দলে নাম লিখিয়ে
কাল সে আর এক দলে,
জেতে যে সব,বর্ণ চোরা
রঙ বদলের চালে।