আমাকে যে চিনলে চিনল
না চিনলে বয়েই গেল
আমাকে যে বোঝার বুঝলো
না বুঝলে বয়েই গেল
আমাকে যে দেখার দেখল
না দেখলে বয়েই গেল
আমাকে নিয়ে যে ভাবার ভাবলো
না ভাবলে বয়েই গেল
আমার কথার গুরুত্ব কেউ দিলে খুবই ভালো
না দিলে আমার বয়েই গেল
আমাকে কেউ পাত্তা দিলেও ভালো
না দিলে বয়েই গেল।